সেইন্ট অগাস্টিন ১৩ নভেম্বর, ৩৫৪ সালে উত্তর আফ্রিকার ট্যাগাস্টা নামক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন প্যাগান , যারা কোনো ধর্ম মতে বিশ্বাসী ছিলেন না। কিন্তু তার মাতা ছিলেন একজন খ্রিষ্টান। প্রথম জীবনে সেন্ট অগাস্টিন নিজেও একজন প্যাগান ছিলেন।
সেইন্ট অগাস্টিন যে ধর্মমত বিশ্বাস করতেন তাকে বলা হত ম্যানিকিয়ানিজম। এ মতবাদের অনুসারীরা শুদ্ধাচারী জীবন যাপন করে। কিছুকাল পরে তিনি এই ধর্মমত ত্যাগ করে প্লেটোবাদে দীক্ষিত হন। কিন্তু সেটিও বেশিদিন স্থায়ী হয়নি। পরিশেষে মায়ের কাছ থেকে খ্রিস্টধর্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করেন এবং ৩৪ বছর বয়সে তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করেন।
তার রচিত বইয়ের সংখ্যা অনেক, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত Confessions এবং City of God, যে বই দুটো বাইবেলের ভাষ্য হিসেবে সবচেয়ে প্রসিদ্ধ এবং মধ্যযুগীয় ও আধুনিক খ্রিস্টীয় চিন্তাধারারও ভিত্তি রচনা করেছিল। এছাড়াও সেন্ট অগাস্টিনের রচনাবলীর মধ্যে De-Civitate Dei এবং The City of Earth উল্লেখযোগ্য।
তার একটি উক্তি হলো-
“দণ্ডের মধ্য দিয়ে ন্যায়
বিচার পূর্ণতা পায়।”