ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১ লাখ টাকা: রেলমন্ত্রী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ প্রদান করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

বুধবার সকাল ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে এসে সাংবাদিকদের এ কথা জানান রেলমন্ত্রী। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপিও উপস্থিত ছিলেন।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ এবং আহতদের ১০ হাজার টাকা করে দেয়া হবে।

রেলমন্ত্রী আরো বলেন, এই দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোন ত্রুটি বা গাফিলতি হয়েছে কি না তা তদন্ত করে দেখা হবে। তদন্তে প্রমাণ হলে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনা হবে।

এসময় রেলমন্ত্রী দুর্ঘটনার নিহতদের পরিবারের সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দেন।

এর আগে রেল দুর্ঘটনার পর আহতদের খোজ খবর এবং ঘটনাস্থল পরিদর্শন করতে মঙ্গলবার রাত ১০ টায় উপবন এক্সপ্রেসে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার সকাল ৫.৪০ মিনিটে সিলেটে পৌঁছান রেলপথমন্ত্রী। পরে সকাল ৯ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে যান মন্ত্রী। হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন মন্ত্রী।

সেখান থেকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে মন্ত্রীর।

 

টাইমস/এইচইউ

Share this news on: