জোনাথন সুইফট আয়ারল্যান্ডের ডাবলিনে ১৬৬৭ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিখ্যাত অ্যাংলো-আইরিশ প্রাবন্ধিক, ব্যাঙ্গাত্মক-কবিতা লেখক ও পাদ্রী। বিশেষ করে সুইফট চমৎকার লেখক হিসেবে তার ব্যাঙ্গাত্মক-কবিতা রচনার জন্যে প্রসিদ্ধ ছিলেন।
১৭২৬ সালে গালিভার'স ট্রাভেলস নামের একটি ইংরেজি উপন্যাস রচনা করে তিনি স্মরণীয় হয়ে আছেন। এটিকে ইংরেজি সাহিত্যের একটি ধ্রুপদি গ্রন্থ বলে মনে করা হয়। এছাড়াও এ টেল অব এ টাব (১৭০৪) ও এ মডেস্ট প্রোপোজাল (১৭২৯) নামের ছোট গল্পগুলোও তার অবিস্মরণীয় কীর্তিরূপে স্বীকৃত।
লেমুয়েল গালিভার, আইজ্যাক বিকারস্টাফ, এমবি ড্রাপিয়ারসহ বিভিন্ন ছদ্মনামে জোনাথন সুইফট তার সব রচনাসমগ্র প্রকাশ করেছেন।
জোনাথন সুইফট ১৭৪৫ সালের ১৯ অক্টোবর ডাবলিনে মৃত্যুবরণ করেন।
তার বিখ্যাত একটি উক্তি-
“ জ্ঞানী ব্যক্তি কখনোই অল্প বয়স্ক
হওয়ার চেষ্টা করেন না।”