ট্রোলিংয়ের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তার মেয়ে

ভারতের সর্বোচ্চ কূটনীতিক তথা পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি নিজের কন্যাকে নিয়ে দেশবাসীর একাংশের কাছ থেকে ব্যাপক ট্রোলিংয়ের শিকার হওয়ার পর ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের অ্যাকাউন্ট ‘লক’ করে দিয়েছেন। তার এক্স অ্যাকাউন্ট এখন প্রাইভেট করে দেওয়া হয়েছে, যেখানে বাইরের কেউ এসে কোনও কমেন্ট করতে পারবেন না।

বিক্রম মিশ্রি কয়েকদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো অপারেশন সিঁদুরের সময় থেকে নিয়মিত অভিযানের নানা দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে আসছেন এবং কার্যত ভারতের ‘মুখ’ হয়ে উঠেছেন। তিনি অবশ্য ভারতের অনেকের কাছ থেকে প্রবল সমর্থনও পাচ্ছেন।

ভারতে বিভিন্ন দলের শীর্ষ রাজনীতিবিদ ও নানা শ্রেণি-পেশার লোকজনই পররাষ্ট্রসচিবের পাশে দাঁড়িয়েছেন এবং তার পেশাদারিত্ব ও কূটনৈতিক দক্ষতার ভূয়সী প্রশংসা করছেন। তবে এর আগে সোশ্যাল মিডিয়াতে একদল লোক বিক্রম মিশ্রিকে ‘গাদ্দার’ (বেইমান) ও ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করতেও দ্বিধা করেননি।

পররাষ্ট্রসচিবের সঙ্গে তার একমাত্র মেয়ে ডিডন মিশ্রিকেও জড়িয়েও অনেকে তাদের ‘একটা নির্লজ্জ লোক আর নির্লজ্জ পরিবার’ বলেও আক্রমণ করেছেন। এমনকি সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দেওয়া হয়েছে ডিডন মিশ্রির ব্যক্তিগত মোবাইল নাম্বারও।

ভারতের সর্বোচ্চ ডিপ্লোম্যাট যখন চূড়ান্ত পেশাদারি দক্ষতায় ও দারুণ সফলভাবে নিজের দায়িত্ব পালন করছেন বলে বেশির ভাগ ভারতীয় মনে করছেন, তখন দেশেরই আরেকটা অংশের কাছ থেকে এই ধরনের ট্রোলিং এবং ব্যক্তিগত আক্রমণ ও কুৎসা নিয়ে দেশজুড়েই ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

গত শনিবার (১০ মে) ভারতীয় সময় রাত ১১টার সময় শেষবারের মতো সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন বিক্রম মিশ্রি। ওই সময় তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ আনেন।

এর কয়েক ঘণ্টা পর তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়। তার পর থেকে এখন পর্যন্ত তিনি আর প্রকাশ্যে আসেননি।

• বিক্রম মিশ্রি ও তার কন্যাকে নিয়ে ট্রোলাররা ক্ষুব্ধ কেন?

১৯৮৯ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার বিক্রম মিশ্রি গত বছরের জুলাই মাসে ভারতের পররাষ্ট্রসচিবের পদে আসেন। ভারতের অন্তত তিনজন প্রধানমন্ত্রী আই কে গুজরাল, মনমোহন সিং ও নরেন্দ্র মোদির ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে মিশ্রির, যা সরকারের খুব সিনিয়র কর্মকর্তাদের মধ্যেও অত্যন্ত বিরল।

ভারতে পেশাদার আমলারা সচরাচর পর্দার আড়ালেই থাকেন। কিন্তু গত ৭ মে (বুধবার) পাকিস্তানে ভারতের অভিযানের পর দিল্লিতে সকালের ব্রিফিংয়ে নেতৃত্ব দিতে দেখা যায় বিক্রম মিশ্রিকেই। তার সঙ্গে ছিলেন সামরিক বাহিনীর দুজন নারী কর্মকর্তাও।

সেই ব্রিফিং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ও ভারতের প্রায় সব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। আর তখন থেকেই মিশ্রি দেশের কোনায় কোনায় একটি পরিচিত নাম হয়ে ওঠেন।

কিন্তু সেই বিক্রম মিশ্রিই যখন শনিবার (১০ মে) সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন, তারপর থেকেই ভারতের একদল নেটিজেন তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে বিষোদ্গার করা শুরু করেন।
তাদের পোস্ট দেখে মনে হয়েছে, পহেলগাম হামলার বদলা নিতে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়া উচিত ছিল বলে তারা মনে করছেন এবং যুদ্ধবিরতিতে ভারতের রাজি হওয়ার হতাশা তারা বিক্রম মিশ্রির ওপরই চাপিয়ে দিচ্ছেন।

সেই সঙ্গেই তারা আক্রমণের নিশানা হিসেবে যুক্ত করেছেন পররাষ্ট্র সচিবের একমাত্র কন্যা ডিডন মিশ্রিকেও।

প্রায় এক দশক আগে বিক্রম মিশ্রি সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রী ও কন্যার সঙ্গে একটি ফ্যামিলি ফটো পোস্ট করে নিজের পরিবারের সঙ্গে দুনিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন। সঙ্গে ক্যাপশন ছিল, এযাবৎ আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন!

সেই ছবিটিকেও তুলে এনে বিক্রম মিশ্রি ও তার পরিবারকে আক্রমণের নিশানা করা হতে থাকে। ডিডন মিশ্রি এখন লন্ডনে একজন আরবিট্রেশন আইনজীবী হিসেবে কর্মরত, কিন্তু প্রায় এক দশক আগে একজন আইনের ছাত্রী হিসেবে ভারতে তার লেখা কিছু নিবন্ধ ও গবেষণাপত্রের সূত্র ধরেই তাকে আক্রমণের নিশানা করা হয়।

তিনি তখন দ্য ওয়্যার পোর্টালে শিক্ষানবিশ হিসেবেও কিছুদিন কাজ করেছেন; যে সংবাদমাধ্যমের সঙ্গে ভারত সরকারের কখনই তেমন সুসম্পর্ক ছিল বলা যাবে না। এখন গত কয়কদিনে খুঁড়ে বের করা হয়েছে দ্য ওয়ারে লেখা ডিডন মিশ্রির পুরোনো নিবন্ধনগুলোও।

তিনি তখন গবেষণা করতেন ভারতে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে, এই বিষয়টিকেও আক্রমণের ‘যুক্তি’ হিসেবে বেছে নিয়েছেন এই ট্রোলাররা।

‘জে আর নায়ার’ নামের একটি হ্যান্ডল থেকে লেখা হয়েছে, সবচেয়ে শকিং ব্যাপার হলো যখন আপনারা জানবেন বিক্রম মিশ্রির মেয়ে ঠিক কী করেন! তিনি রোহিঙ্গাদের আইনি সহায়তা দেন! এখন আবার লন্ডনে পাড়ি দিয়েছেন!

• মিশ্রি পরিবারের পক্ষেও সমর্থনের ঢেউ

হায়দরাবাদের এমপি তথা এআইএমআইএম দলের নেতা আসাদউদ্দিন ওয়াইসি পোস্ট করেছেন, বিক্রম মিশ্রি একজন সৎ ও দক্ষ কূটনীতিবিদ যিনি দেশের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। ওয়াইসি মনে করিয়ে দিয়েছেন, আমাদের সিভিল সার্ভেন্টরা নির্বাহী বিভাগের অধীনে কাজ করেন। ফলে প্রিয় মাতৃভূমিকে চালাচ্ছে যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের নেওয়া সিদ্ধান্তের জন্য আমলাদের দায়ী করা চলে না।

বিক্রম মিশ্রি নিজে জম্মু ও কাশ্মিরের বাসিন্দা। তার সমর্থনে মুখ খুলেছেন ভারত শাসিত কাশ্মিরের কংগ্রেস নেতা সালমান আনিজ সোজ। তিনি বলেছেন, একজন কাশ্মিরি ভারতকে গর্বিত করেছেন। যত খুশি ট্রোলিং করুন, দেশের জন্য তার অবদানকে কিছুতেই খাটো করতে পারবেন না।

‘‘তাকে ধন্যবাদ না দিতে পারুন, অন্তত মুখটা বন্ধ রাখতে শিখুন,’’ ট্রোলকারীদের পরামর্শ দিয়েছেন তিনি।

কংগ্রেসের প্রথম সারির নেতা শচীন পাইলটও সোশ্যাল মিডিয়াতে মিশ্রির ট্রোলিংয়ের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, পররাষ্ট্রসচিবের মতো যে পেশাদার আমলারা দেশের জন্য প্রাণপাত করছেন তাদের বিরুদ্ধে এ ধরনের আক্রমণ কখনই গ্রহণযোগ্য নয়।

ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবেইর টুইট করেছেন, প্রথমে এরা পড়ল (পহেলগামে নিহত) নৌবাহিনীর অফিসার বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশী নারওয়ালকে নিয়ে। এখন আবার সেই লোকজনই পররাষ্ট্রসচিব ও তার কন্যাকে হেনস্থা করছে, মোবাইল নাম্বার ফাঁস করে দেওয়া হচ্ছে।

কমেডিয়ান বীর দাস মন্তব্য করেছেন, বিক্রম মিশ্রি জাস্ট অসাধারণ। ঠিক যেমন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভ্যোমিকা সিংও! যারা তাদের নিয়ে অন্যরকম ভাবছেন তারা মূর্খ!

দেশটির সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী করুণা নন্দী বলছেন, সাম্প্রতিক সংঘাতের সময় বিক্রম মিশ্রি যেভাবে দেশের সেবা করেছেন সে জন্য প্রত্যেক ভারতীয়র তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। মিশ্রি ও তার পরিবারের বিরুদ্ধে যারা ক্রাইম করছেন তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। ভারতের সুপরিচিত সম্পাদক ও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সক্রিয় বীর সাংভি এই ট্রোলারদের উদ্দেশে সংক্ষিপ্ত মন্তব্য করে বলেছেন, ‘‘এরা মানবতার জঞ্জাল!’’ বিবিসি বাংলা।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অব্যাহতি : ট্রাম্পের আদেশ বাতিল করলেন আদালত Sep 16, 2025
img
ভাঙ্গার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : ডিআইজি রেজাউল করিম Sep 16, 2025
img

এশিয়া কাপ ২০২৫

বাংলাদেশের টিকে থাকার লড়াই আজ Sep 16, 2025
img
সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান Sep 16, 2025
img
দুপুরে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসবেন নাহিদ ইসলাম Sep 16, 2025
img
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় Sep 16, 2025
নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের অবস্থান | ইসলামিক জ্ঞান Sep 16, 2025
"আ:লীগ ও বিএনপিকে আগামী দিনের বাংলাদেশের জনগণ দেখতে চায় না" Sep 16, 2025
img
তিস্তা প্রকল্প যাচাইয়ে বাংলাদেশে আসছে চীনের বিশেষজ্ঞ দল: উপদেষ্টা আসিফ মাহমুদ Sep 16, 2025
img
ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কাতারের পাশে ইসলামি বিশ্ব: এরদোয়ান Sep 16, 2025
img
পোশাক নিয়ে কাউকে হেয় করা চলবে না : সাদিক কায়েম Sep 16, 2025
img
ভাঙ্গার সীমানা ইস্যুতে ইসিতে ডিসির চিঠি Sep 16, 2025
img
বাগেরহাটে হরতাল প্রত্যাহার করে ইসি কার্যালয়ের সামনে অবস্থান Sep 16, 2025
img
‘শত্রুতা’ ভুলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করল তৃণমূল Sep 16, 2025
img
নগদ নির্ভরতা কমাতে আসছে অভিন্ন লেনদেন ব্যবস্থা Sep 16, 2025
img
৪১% মাশুল বাড়ল চট্টগ্রাম বন্দরে Sep 16, 2025
img
ন্যায়ভিত্তিক শাসনে না ফিরলে মবের মূলক শব্দটি বাস্তবে স্থায়ী হবে: জিল্লুর রহমান Sep 16, 2025
img
নির্বাচনে গ্রুপিং নিয়ে বুলবুলের মন্তব্য Sep 16, 2025
img
শুধু কথা দিয়ে ইসরায়েলি বর্বরতা থামবে না : পেজেশকিয়ান Sep 16, 2025
img
রশিদ খানরা এগিয়ে, তবুও রিশাদে ভরসা রাখছেন মুশতাক Sep 16, 2025