এক সন্তানের মা-কে বিয়ে করতে কলেজছাত্রের অনশন

রাজশাহীর মোহনপুর উপজেলার ঘটনা। মারুফ হোসেন(১৭) নামে এক কিশোর কয়েক বছর আগে থেকে তার চেয়ে বয়সে বড় এক নারীকে পছন্দ করা শুরু করেন।

তিন বছর আগে পার্শ্ববর্তী বাগমারা উপজেলায় ওই নারীর বিয়ে হয়। এখন তার দুই বছরের একটি ছেলেসন্তান রয়েছে। ওই নারীর স্বামী ঢাকায় চাকরি করেন। আর ওই নারী মোহনপুরে বেসরকারি সংস্থায় চাকরির সুবাদে তার বাবার বাড়িতেই থাকেন।

বৃহস্পতিবার রাতে বিয়ের দাবিতে ওই নারীর বাবার বাড়ির সামনে গিয়ে অনশনে বসেন কলেজছাত্র মারুফ। বিয়ে না দেয়া পর্যন্ত বাড়ি থেকে যাবে না বলে অবস্থান নেয়। স্থানীয় লোকজন চেষ্টা করেও মারুফকে তার পরিবারের কাছে পাঠাতে পারেননি।

আড়াই ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই ওই নারীর বাবা বাদী হয়ে কলেজছাত্রের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেছেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কিশোরের বিরুদ্ধে এর আগে ওই নারীকে রাস্তায় উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। এ কারণে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় তার বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে বলে জানান মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।

 

টাইমস/এসআই

Share this news on: