সাবেক এমপি রুবিনা আক্তার ও তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা এবং তার স্বামী মো. মোশারফ হোসাইন সরদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে। মঙ্গলবার (১৩ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক রেজাউল করিম বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, সৈয়দা রুবিনা আক্তার মীরা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তার নামে থাকা ১০টি ব্যাংক হিসাবে মোট ১৭৮ কোটি ৫২ লাখ ৫৬ হাজার ৬৩১ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ রয়েছে।

অন্যদিকে, তার স্বামী মো. মোশারফ হোসাইন সরদারের বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫০৮ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তাছাড়া, তার নামে থাকা ৩টি ব্যাংক হিসাবে মোট ৩৬ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ৭৭২ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই মামলায় সৈয়দা রুবিনা আক্তার মীরাকেও আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ