ভারতের পুনাতে দেয়াল ধসে নিহত ১৫

সারা রাত মুষলধারে বৃষ্টির কারণে ভারতের পুনাতে একটি আবাসনের পার্কিং লটের দেয়াল ধসে পড়ে। আর তাতে চাপা পড়ে চার শিশু ও এক নারীসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পুনার কোন্ধোয়া এলাকায়।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সারা রাত ধরেই পুনাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। যার ফলে কোন্ধোয়ার একটি আবাসনের পার্কিং লটের দেয়াল ভেঙে যায়। পার্কিং লটের ঠিক পাশেই ছিল বস্তি এলাকা। দেয়াল বস্তির একাধিক ঘরের ওপরেই ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সকলেই ঘুমিয়ে ছিলেন। এই কারণেই এতগুলো মানুষ মারা গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ধসে পড়া দেয়ালের নিচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করছে উদ্ধারকারী দল। দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

পুনার পুলিশপ্রধান কে ভেঙ্কটেশাম জানান, স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটের দিকে দেয়ালটি ধসে পড়ার পরপরই দেশটির দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) ও দমকল বিভাগের উদ্ধারকর্মীরা ছুটে আসেন। আমাদের দল এ ঘটনার কারণ অনুসন্ধান করছে। যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঠিকঠাক অনুমোদন নেয়া হয়েছিল কিনা, নিরাপত্তা সতর্কতা অনুসরণ করা হচ্ছিল কিনা তা আমরা খতিয়ে দেখব।

দমকল বাহিনী, পুলিশ ও এনডিআরএফ যৌথভাবে দেয়াল ধসের ঘটনার তদন্ত করছে।

নিহতদের অধিকাংশের পরিচয় এখনো জানা যায়নি। তবে ওই আবাসনের কাছেই আরও একটি বড় কমপ্লেক্স তৈরির কাজ চলছে। তার কর্মীরা মূলত বিহার এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা। তারা ঘটনাস্থলে অস্থায়ী ঘর বেঁধে থাকছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার থেকেই পুনাতে তুমুল বর্ষণ শুরু হয়। শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় শহরটিতে ৭৩ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; ২০১০ সালের জুনের পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ।

 

টাইমস/এসআই

Share this news on: