ভিন্নরূপে অভিনেত্রী ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ক্যারিয়ারের অল্প সময়ে বেশ ভালো ভালো চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর আগে কখনো পাগলের চরিত্র, কখনো পতিতা আবার কখনো সংগ্রামী বধূরূপে হাজির হয়েছেন ভাবনা। তবে এবার একেবারে ভিন্নরূপে ধরা দিলেন তিনি।

সম্প্রতি টিভি পর্দায় সম্প্রচারের জন্য নির্মিত হয়েছে নাটক ‘ঘুমন্ত শহর’। নজরুল ইসলাম রাজু পরিচালিত এই নাটকে ভাবনা হাজির হয়েছেন বিউটি পার্লারের কর্মী হয়ে। আর এর জন্য প্রফেশনাল পার্লারে কাজও শিখেছেন অভিনেত্রী ভাবনা। মূলত গল্পটিকে বাস্তবিক করতে প্রচুর ঘাম ঝরিয়েছেন তিনি।

জানা গেছে, নাটকটিতে ভাবনার চরিত্রের নাম রানী। সম্প্রতি নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, 'নতুন চরিত্র, নতুন আমি, এতে রানী। সমাজের যেকোনো সংগ্রামী নারী চরিত্রে অভিনয় করতে আমার সবচেয়ে ভালো লাগে, তাদের জীবন অনুভব করার সুযোগ হয়, এক জীবনে শত জীবন আমার, এই তো ভালোলাগা। নাটকটির নাম ‘ঘুমন্ত শহর’।'

নাটকটি প্রসঙ্গে ভাবনার সঙ্গে কথা হয় বাংলাদেশ টাইমস প্রতিবেদকের।

তিনি বলেন, ‘এই নাটকে সম্পূর্ণ একটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছি আমি। মূলত অচেনা চরিত্রে অভিনয় করতে বেশ ভালো লাগে আমার। যত চ্যালেঞ্জিং চরিত্রই হোক না কেন, নতুন গল্প পেলেই নির্দ্বিধায় রাজি হয়ে যাই আমি। এই নাটকটিও ছিল তেমন একটি চরিত্র। শতভাগ চেষ্টা করেছি, বাকিটা দর্শক দেখার পর বিবেচনা করবে।’

‘ঘুমন্ত শহর’ নাটকটি খুব শিগগির বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচারিত হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ