চলতি সপ্তাহের শুরুতে ফ্রান্সের উত্তরের ইংলিশ চ্যানেলে দুটি সমন্বিত উদ্ধার অভিযানে মোট ৯২ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে ফরাসি ও ব্রিটিশ কর্তৃপক্ষ। প্রথম উদ্ধার অভিযানটি রোববার রাতে শুরু হয়ে চলে সোমবার সকাল পর্যন্ত।
ওই সময়ে একটি অভিবাসীবাহী নৌকা পা-দ্য-কালে উপকূলে ডুবে যায়। পরিস্থিতি পর্যবেক্ষণে ফরাসি আঞ্চলিক সমুদ্র পর্যবেক্ষণ ও উদ্ধার কেন্দ্র (ক্রস) প্রথমে নৌবাহিনীর চার্টার উদ্ধার জাহাজ আবেই নরমান্দিকে ঘটনাস্থলে পাঠায়।
পরবর্তীতে নৌকাটি অতিরিক্ত যাত্রীর কারণে ভেঙে গেলে জরুরি বার্তা পাঠিয়ে বড় পরিসরে উদ্ধার অভিযান শুরু করা হয়। এই অভিযানে যুক্ত হয় ব্রিটিশ উদ্ধারজাহাজ আনএনএলআই, ব্রিটিশ সীমান্তরক্ষী বাহিনীর টহল বোট বিএফ র্যাঞ্জার, একটি ব্রিটিশ বিমান এবং ফরাসি নৌবাহিনীর হেলিকপ্টার দউফা।
অভিযান শেষে মোট ৬২ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়। যাদের মধ্যে ৫০ জনকে আবেই নরমান্দি, দুই জনকে আনএনএলআই এবং ৯ জনকে বিএফ র্যাঞ্জার উদ্ধার করে। উদ্ধার হওয়াদের মধ্যে এক শিশু ও তার মা হাইপোথার্মিয়ায় আক্রান্ত হওয়ায় হেলিকপ্টারে করে তাদের হাসপাতালে পাঠানো হয়।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় সোমবার সকালে। ওইদিন উত্তর ফ্রান্সের লো ত্রেপো উপকূলে আরেকটি অভিবাসীবাহী নৌকা দেখা গেছে।
স্থানীয় প্রেফেকচুরের জেন্ডারমারির অপারেশন সেন্টার নৌকাটির অবস্থান শনাক্ত করেছিল। পরবর্তীতে অভিযান চালিয়ে মোট ৩০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। সবাইকে তীরে এনে ফরাসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
ফরাসি মেরিটাইম প্রেফেকচুর জানিয়েছে, ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক রুট। প্রতিদিন এই রুটে ছয়শোরও বেশি বাণিজ্যিক জাহাজ চলাচল করে।
২০২৪ সালের পুরো সময়জুড়ে ৩৬ হাজার ৮১৬ জন অভিবাসী ফরাসি উপকূল থেকে যাত্রা করে যুক্তরাজ্যে পৌঁছেছেন। ব্রিটিশ হোম অফিসের তথ্য অনুযায়ী, এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় ২৫ শতাংশ বেশি। তবে ২০২২ সালের রেকর্ড সংখ্যার (৪৫ হাজার ৭৭৪) চেয়ে এখনও কম।
এফপি/টিএ