রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয় ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ১০ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদন মতে, মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমির সীমান্ত এলাকায় একটি সামরিক স্থাপনায় প্রশিক্ষণ চলাকালে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
বুধবার (২১ মে) ভোরে হামলার বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের ন্যাশনাল গার্ড। জানায়, একটি ফায়ারিং রেঞ্জে এক সেনা ইউনিট যখন মহড়া করছিল তখন এই হামলা চালানো হয়। এই হামলার পর একজন কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে এবং একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার সন্ধ্যায় জানায়, তারা সুমি অঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই সঙ্গে মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে যেখানে একটি প্রশিক্ষণ শিবিরে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দৃশ্য দেখানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, হামলায় ৭০ জন নিহত হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, কয়েক ডজন সেনা জঙ্গলের কাছাকাছি একটি পথ ধরে হেঁটে যাচ্ছে এবং তারপরে একটি বিস্ফোরণ ঘটছে এবং এরপর ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
বিবিসি জানিয়েছে, তাদের অনুসন্ধানে দেখা গেছে, প্রশিক্ষণ শিবিরটি সুমি অঞ্চলের উত্তরে, রাশিয়ার সীমান্তের কিছুটা দক্ষিণে অবস্থিত। এটাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইউক্রেনের সুমি অঞ্চল থেকে কিয়েভের সেনারা গত বছর রাশিয়ার কুরস্কে বড় ধরনের আন্তঃসীমান্ত আক্রমণ শুরু করে এবং কুরস্কের একটা বড় অংশ দখল করে নেয়।
ইউক্রেনীয় সামরিক বাহিনী বলছে, এই হামলার লক্ষ্য সুমিকে রক্ষা করার জন্য একটি বাফার জোন তৈরি করা। তবে এতে তাদের সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে মস্কো তাদের অঞ্চল পুনরুদ্ধার করার পর সুমিতে তীব্র আক্রমণ শুরু করে যা এখনও অব্যাহত রয়েছে।
এসএম/টিএ