রক্ত দিয়ে ভারতের প্রেসিডেন্টের কাছে চিঠি দুই তরুণীর

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে রক্ত দিয়ে চিঠি লিখে বাঁচার আকুতি জানালেন দুই তরুণী।

মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আমাদের বাঁচান— এমন আকুতি জানিয়ে চিঠি লিখে তারা আরো বলেছেন, সঠিক বিচার না পেলে পরিবারসহ স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নেবেন তারা। পাঞ্জাবের মোগা শহরে এই ঘটনা ঘটেছে।

তাদের বিরুদ্ধে প্রতারণার দুটি মিথ্যা মামলা রুজু করা হয়েছে দাবি করে দুই তরুণী বলেছেন, বিষয়টি নিয়ে সঠিক তদন্তের জন্য একাধিক বার পুলিশকে জানিয়েছেন তারা। অভিযোগ, পুলিশ তাদের কোনো কথাই শুনতে চায়নি। শেষমেশ বাধ্য হয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন তারা।

তবে তরুণীদের এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে মোগা শহরের পুলিশ।

পুলিশ কর্মকর্তা কুলজিন্দর সিং পাল্টা দাবি করেছেন, ওই দুই তরুণীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। সে বিষয়ে তদন্ত চলছে। এক ব্যক্তি প্রতারণার অভিযোগ করেছেন ওই তরুণীদের বিরুদ্ধে। তার অভিযোগ, ছেলেকে বিদেশে পড়ানোর জন্য তরুণীদের টাকা দিয়েছিলেন। কিন্তু তারা প্রতারণা করেন।

তিনি আরো বলেন, ‘শুনেছি রাষ্ট্রপতির কাছে ওই দুই তরুণী চিঠি পাঠিয়েছেন। কিন্তু সরকারিভাবে আমার কাছে এমন কোনো খবর আসেনি। আমরা মামলাটি তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করছি।’

তরুণীদের বার বার তলব করলেও সহযোগিতা করছেন না। ফলে তদন্তে সমস্যা হচ্ছে বলেও জানান কুলজিন্দর।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ