‘প্রেমিকাকে চড় মারার অধিকার না থাকলে সেটা প্রেমই নয়’

প্রেমিকাকে চড় মারার অধিকার না থাকলে সেটা প্রেমই নয় বলে মন্তব্য করেছেন ‘কবীর সিং’ ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘কবীর সি ‘ ছবির নায়িকা কিয়ারাকে শাহিদ কাপুরের চড় মারা নিয়ে বিতর্কের মাঝেই এমন মন্তব্য করলেন পরিচালক। খবর আনন্দবাজার।

এরই মধ্যে ১৪ দিনে ২০০ কোটি ওপর ব্যবসা করে ফেলেছে ‘কবীর সিং’। যত দিন যাচ্ছে বিতর্ক আর ‘কবীর সিং’ যেন সমার্থক হয়ে উঠেছে।

যে পদ্ধতিতে গল্পের নায়ক কবীর একটি মেয়েকে পেতে চায় বা ডাক্তার হিসেবে নেশাগ্রস্ত অবস্থায় যা যা করে—এ সব কিছু নিয়ে মুক্তির দিন থেকেই প্রশ্নের মুখে পড়েছিল ছবিটি। ভালবাসা কি জোর করে হয়? ভালবেসে কাউকে না পেলে নির্দ্বিধায় চড় মারা যায় তাকে? এ সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নেটিজেনদের মনে।

সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে ছবিটিকে কেন্দ্র করে গড়ে ওঠা নানান বিতর্কের জবাব দিতে গিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেন, ‘আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে অন্তর থেকে ভালবাসেন, সে ক্ষেত্রে আপনার ও আপনার পার্টনারের একে অপরকে চড় মারার অধিকার রয়েছে। এতে দোষের কিছু নেই। আপনি পুরুষ হলেও আপনার সেই অধিকার রয়েছে।’

ছবিটির একটি দৃশ্য উল্লেখ করে তার বক্তব্য, ‘প্রীতি কবীরকে চড় মারতে পারলে কবীর-এর ও অধিকার রয়েছে তাকে চড় মারার। যে সম্পর্কে প্রেমিকাকে চড় মারারও অধিকার নেই, চুমু খাওয়ার অধিকার নেই, ছোঁয়ার অধিকার নেই আমি মনে করি সে সম্পর্ক আবেগহীন, নিষ্প্রাণ।’

সমালোচকদের পরগাছার সঙ্গে তুলনা টেনে সন্দীপ আরও বলেন, ‘ছবিটিকে যারা সমালোচনা করছেন তারা বাস্তব জীবনে কাউকে ভালবাসেননি। অথবা তারা আমাকে অন্তর থেকে ঘৃণা করেন।’

আত্মবিশ্বাসের সঙ্গে সন্দীপ এও যোগ করেন, ‘যে যাই বলুক, ২১৮ কোটি ছাড়িয়েছে। খুব শীঘ্রই ৩০০ কোটি ছাড়াবে এই সিনেমা।’

 

টাইমস/জেডটি

Share this news on: