গাজীপুরে অরক্ষিত ক্রসিংয়ে ট্রেনের পথে ট্রাক, দুই জন নিহত

গাজীপুরে একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে রেল লাইনে উঠে বিকল হয়ে যাওয়া একটি বালিবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

রোববার ভোর ৪টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশন সংলগ্ন দক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি সমির চন্দ্র সূত্রধর।

নিহত দুইজন ওই ট্রাকের চালক ও সহকারী ছিলেন। তকে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বালুভর্তি ড্রাম ট্রাকটি ভোর ৪টার দিকে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রেল লাইনের ওপর উঠতেই বিকল হয়ে যায়। পরে কলকাতা থেকে ঢাকাগামী আন্তনগর মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন পার হয়ে ধীরাশ্রম এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়া বালুভর্তি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

 

টাইমস/এইচইউ

Share this news on: