রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অগ্রণী বাঙ্গালী কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
রবীন্দ্রনাথকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। এজন্য তাকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।
১৮৭৭ সালে মাত্র ষোলো বছর বয়সে "ভানুসিংহ" ছদ্মনামে তার প্রথম কবিতা প্রকাশিত হয়।
গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। নোবেল ফাউন্ডেশন তার এই কাব্যগ্রন্থটিকে বর্ণনা করেছিল একটি "গভীরভাবে সংবেদনশীল, উজ্জ্বল ও সুন্দর কাব্যগ্রন্থ" রূপে।
রবীন্দ্রনাথের রচিত গান বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার জাতীয় সংগীত হিসেবে ব্যবহার করা হয়।
রবীন্দ্রনাথের জীবদ্দশায় এবং মৃত্যুর পরে সর্বমোট ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৯৫টি ছোটগল্প, ৩৬টি প্রবন্ধ ও ১৯১৫টি গান প্রকাশিত হয়। এছাড়া তার যাবতীয় চিঠিপত্র চারটি পৃথক গ্রন্থে সংকলিত রয়েছে। তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন।
১৯৪১ সালের ৭ আগস্ট দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনেই তিনি মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি-
“যৌবনের শেষ দশাই সবচেয়ে
বিপদের দশা।”