এরশাদ পুত্রকে ফোনে ভয় দেখানোর ঘটনায় থানায় জিডি

সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র শাহাতা জারাব এরশাদ এরিককে ভয়ভীতি দেখানোর অভিযোগে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক মেজর (অব.) মো. খালেদ আখতার সোমবার এই জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, ট্রাস্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায়, তার ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে কে বা কারা মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে।

জিডি আরো বলা হয়েছে, ট্রাস্টের পরিচালক হিসেবে এরিকের সকল ভালো-মন্দ দেখাশোনার দায়-দায়িত্ব আমার ওপর অর্পিত হয়।

এরশাদ-বিদিশা দম্পতির একমাত্র সন্তান এরিক এরশাদ। বাবা-মার ছাড়াছাড়ির পর উভয়ের সঙ্গে পর্যায়ক্রমে থাকেন এরিক। 

 

টাইমস/এসআই

Share this news on: