ময়মনসিংহ বিভাগে বিএনপির চূড়ান্ত টিকেট পেলেন যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এ সময় সারা দেশের ন্যায় ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ওই বিভাগের চারটি জেলার মধ্যে ১৮টি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি আসনগুলো আগামীকাল শনিবার ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের নেতাদের সাথে আলোচনা করে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ময়মনসিংহ বিভাগে বিএনপির চূড়ান্ত প্রার্থী হলেন যারা:

ময়মনসিংহ জেলা: ময়মনসিংহ-২ আসনে শাহ শহীদ সারওয়ার, ময়মনসিংহ-৩ আসনে আহম্মেদ তায়েবুর রহমান হিরন, ময়মনসিংহ-৫ আসনে মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ আসনে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ, ময়মনসিংহ-৭ আসনে জয়নাল আবেদীন, ময়মনসিংহ-৯ আসনে খুররম খান চৌধুরী ও ময়মনসিংহ-১১ আসনে ফখরুদ্দিন বাচ্চু।

নেত্রকোনা জেলা: নেত্রকোনা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ আসনে আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ আসনে রফিকুল ইসলাম হিলালী ও নেত্রকোনা-৪ আসনে তাহমিনা জামান শ্রাবনী।

জামালপুর জেলা: জামালপুর-২ আসনে সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনে মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার ও
জামালপুর-৫ আসনে অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন।

শেরপুর জেলা: শেরপুর-১ আসনে ডা. শানসিলা, শেরপুর-২ আসনে একেএম মোখলেসুর রহমান রিপন ও শেরপুর-৩ আসনে মাহমুদুল হক রুবেল।

টাইমস/কেআর

 

 

Share this news on: