কক্সবাজারে এনজিও’র গাড়িতে ইয়াবা, আটক ২

কক্সবাজার শহরে একটি এনজিওর স্টিকারযুক্ত গাড়িতে করে পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের লিংক রোড এলাকা থেকে গাড়ি ও ইয়াবাসহ তাদের আটক করে র‌্যাব-১৫।

আটক দুইজন হলেন- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কালিগঞ্জ এলাকার কামরুল ইসলাম ভূইয়ার ছেলে মো. দৌলত আজিম (৩৯) ও লক্ষীপুরের চাদখীল এলাকার আনোয়ার হোসেনের ছেলে রুবেল রানা (২২)।

আটক প্রাইভেটকার। ছবি সংগৃহীত

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, মঙ্গলবার রাতে ‘হিউমিনিটি ফার্স্ট সারভিং ম্যানকাইন্ড’ নামে একটি এনজিওর স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার দেখে সন্দেহ হয়। পরে সেটিকে থামিয়ে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা।তল্লাশি চালিয়ে প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এ সময় প্রাইভেটকারে থাকা দুইজনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা মেহেদী হাসান ।

 

টাইমস/এইচইউ

Share this news on: