ময়মনসিংহে স্থগিত পাঁচ ইউনিয়নে ভোটগ্রহণ

ময়মনসিংহ সদর উপজেলায় সীমানা জটিলতার কারণে স্থগিত থাকা পাঁচটি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এছাড়া স্থগিত রয়েছে একটির ভোট।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইউনিয়নগুলো হল- চর ঈশ্বরদিয়া, চর নিলক্ষিয়া, খাগডহর, দাপুনিয়া, ভাবখালী। এছাড়া সিরতা ইউনিয়নের ব্যালট পেপারে প্রতীক ভুল থাকায় সেটি স্থগিত করা হয়েছে।

পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন, সাধারণ সদস্য পদে ২১০ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শারমিন সুলতানা বলেন, শান্তিপূর্ণভাবে পাঁচটি ইউনিয়নে ভোট চলছে। এ নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে এ নির্বাচনে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৮টি মোবাইল টিম, ৩ টি স্টাইকিং ফোর্সসহ ৬৬৬ জন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।

৫ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১০ হাজার ৭৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৫ হাজার ৯৮২ জন ও নারী ভোটার রয়েছে ৫৪ হাজার ৭৮২ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: