শিশুদের নিয়ে বিখ্যাত ব্যক্তিদের কিছু ভাবনা

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। আজ যারা শিশু, কাল তারাই বিশ্বের নেতৃত্ব দেবে। আজ যারা বিখ্যাত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত, একদিন তারাও শিশু ছিলেন। তাই শিশুদের নিয়ে তাদের রয়েছে নানা ভাবনা।

শিশুদের নিয়ে বিখ্যাত ব্যক্তিদের কিছু ভাবনা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো-

“সমাজ কীভাবে শিশুদের প্রতি আচরণ করে তার মধ্য দিয়ে সমাজের চেহারা ফুটে ওঠে”- নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট।

“শিশুরা হচ্ছে বাগানের কাদা মাটির মত। তাদেরকে খুব সতর্ক ও আদর-সোহাগ দিয়ে যত্ন করতে হবে”- জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী।

“শিশুরা হচ্ছে এমন একপ্রকার প্রাণী, যারা নিজেরা নিজেদের জগত তৈরি করে”- রবীন্দ্রনাথ ঠাকুর।

“আমরা আজকের দিনটি উৎসর্গ করি যেন আমাদের শিশুরা একটি সুন্দর আগামী পেতে পারে”- এপিজে আব্দুল কালাম, ভারতের সাবেক প্রেসিডেন্ট।

“প্রতিটি শিশু এই বার্তা নিয়ে জন্মগ্রহণ করে যে, স্রষ্টা এখনও মানুষের প্রতি আস্থা হারান নি”- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

“সরকার আপনাকে কেবল রাস্তা-ঘাট, হাসপাতাল এবং স্কুল-কলেজ নির্মাণ করে দিতে পারে। কিন্তু আপনার ঘর তখনই আলোকিত হবে, যখন আপনার শিশু সুশিক্ষায় শিক্ষিত হবে”- নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী।

“প্রতিটি শিশু আশা নিয়ে জন্মে। শৈশবে সে কিছু সোনালি স্বপ্ন দেখে। কৈশোরে সে আরও বেশি আশাবাদী হয়ে ওঠে। যৌবনকালে সে মৃত্যু কিংবা পরাজয়ে বিশ্বাস করে না। বার্ধক্য আসে, জীবন ধ্বংস হয়ে যায়। স্বপ্নগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে বাতাসে উড়ে বেড়ায়। আর তখনই মানুষ নিরাশ হয়ে যায়”- স্বামী বিবেকানন্দ।

“শিশুরা ততটুকু বড় হয়, আমরা তাদের নিয়ে যতটুকু বিশ্বাস করি”- লেডি বার্ড জনসন, সাবেক মার্কিন ফার্স্ট লেডি।

“শিশুদের শিক্ষা দেয়া উচিত যে তারা কীভাবে চিন্তা করবে, কী চিন্তা করবে সেটা নয়”- নৃবিজ্ঞানী মার্গারেট মিড।

“একটি শিশু আগামীকাল কী হবে আমরা তা নিয়ে উদ্বিগ্ন, অথচ আমরা ভুলে যাই সে আজকেও কেউ একজন”- শিল্পী স্টেসিয়া টসচার।

“বড়দের কথা শোনার ক্ষেত্রে শিশুরা খুব দক্ষ নয়, তবে বড়দের অনুসরণ করার ক্ষেত্রে তারা কখনো ব্যর্থ হয় না”- জেমস বেডউইন, ঔপন্যাসিক।

“শিশুরা হচ্ছে ভেজা মাটির মতো, এর উপর যা কিছুই পতিত হয় তার ছাপ ফুটে ওঠে”- হাইম গিনোট, শিশু মনোবিজ্ঞানী।

“শিশুরা হচ্ছে এমন কিছু হাত, যার দ্বারা আমরা স্বর্গ স্পর্শ করতে পারি”- হেনরি ওয়ার্ড বিচার, সমাজকর্মী।

“শিশুদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এটা খুব কঠিন, কিন্তু এটাই একমাত্র পথ”- বার্বারা বুশ, সাবেক মার্কিন ফার্স্ট লেডি।

“সৃষ্টিজগতের সবচেয়ে মুগ্ধকর এবং আকর্ষণীয় হল, শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনা”- রে এল উইলবার, সাবেক প্রেসিডেন্ট, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

“যেখানে শিশুরা জড়ো হয়, প্রকৃত আনন্দ সেখানেই”- মিগনন ম্যাক-লাফিন, সাংবাদিক ও লেখক।

“একটি শিশু স্রষ্টার সেই বার্তা যে, বিশ্বকে এখনও এগিয়ে যেতে হবে”- কার্ল স্যান্ডবার্গ, আমেরিকান কবি।

“শিশুদের গড়ে তোলার সবচেয়ে উত্তম পন্থা হল তাদেরকে আনন্দ দেয়া”- অস্কার ওয়াইল্ড, লেখক এবং কবি।

“শিশুদের জন্য যে কিছু করে সে আমার কাছে নায়ক”- ফ্রেড রজার্স, টিভি ব্যক্তিত্ব।

“শিশুদের দেখলে আমার দুটি অনুভূতি জেগে ওঠে- একটি হল তাদের জন্য আদর আরেকটি হল সম্মান”- লুই পাস্তুর, ফরাসী বিজ্ঞানী।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on:

সর্বশেষ

img
ভারতীয়দের নিয়ে এবার যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত Aug 14, 2025
img
এনসিপি সরকারে না গিয়েও তারা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে : খোকন Aug 14, 2025
img
হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম! Aug 14, 2025
ভালোবাসা, ভাঙন আর বেঁচে থাকার গল্প বললেন নুসরাত ফারিয়া Aug 14, 2025
img
বয়স ৪৬, এখনো শিখছেন ইমরান তাহির Aug 14, 2025
যে কারণে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের Aug 14, 2025
ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না, জানালেন অর্থ উপদেষ্টা Aug 14, 2025
img
‎‎মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতার খামার থেকে গরু লুট Aug 14, 2025
img
মোদির মতে, ‘এআই’ মানে আমেরিকান-ইন্ডিয়ান Aug 14, 2025
img
আমাদের কাছে ব্রহ্মস আছে, পাকিস্তানকে ওয়াইসির কড়া বার্তা Aug 14, 2025
img
জাফলংয়ে বালু-পাথর লুটপাট ঠেকাতে প্রশাসনের অভিযান, ভাঙা হলো ১০০ নৌকা Aug 13, 2025
img
আমার নাকি মন খারাপ শাকিব খানের জন্য: মিষ্টি জান্নাত Aug 13, 2025
img
উয়েফা সুপার কাপ ফাইনালে আজ মুখোমুখি পিএসজি-টটেনহ্যাম Aug 13, 2025
img
ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার এই সুযোগ আগে আসেনি: চরমোনাই পীর Aug 13, 2025
img
কোহলির সঙ্গে বাবরের তুলনা নিয়ে ক্ষোভ প্রকাশ শেহজাদের Aug 13, 2025
img
বাবা ও মাকে বড় রেস্তোরাঁয় নিয়ে ধনীদের মাঝে নার্ভাস ছিলাম : অমিতাভ Aug 13, 2025
img
বাজে মৌসুম কাটিয়েও রাঙ্কিংয়ে রিয়ালের ধারে কাছেও নেই বার্সা Aug 13, 2025
img
ইতালির উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকাডুবির ঘটনায় প্রাণ গেল ২০ জনের Aug 13, 2025
img
বাংলাদেশে নিজের বিচার হওয়া নিয়ে যা বললেন টিউলিপ Aug 13, 2025
img
চক্রান্তে হেরে গেছেন নেতানিয়াহু, দাবি নিউজিল্যান্ডের Aug 13, 2025