ভারি বর্ষণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচলে বাধা, যানজট

ভারি বর্ষণে পানি জমে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাক বিকল হয়ে যানজট সৃষ্টি করে।

জানা গেছে, ভারি বর্ষণের কারণে টঙ্গীর পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা-চৌরাস্তা, সাইনবোর্ড, মালেকের বাড়ি, হোসেন মার্কেটসহ বিভিন্ন স্থানে পানি জমে গেছে। কোথাও কোথাও জমে গেছে হাঁটু সমান পানি। ফলে যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

এদিকে মহাসড়কের পাশে পয়োঃনিষ্কাশনের পথগুলোতে পলিথিন ও আবর্জনা জমে জলাবদ্ধতার তৈরি হয়েছে। মাঝে-মধ্যে ওই বর্জ্য পরিষ্কার করা হলেও পানিরে তোড়ে আবার আবর্জনা জমে যাচ্ছে ।

এদিকে অতিবৃষ্টির কারণে মহাসড়কে পানি জমে যাওয়ায় এবং যানজটের কারণে রাস্তায় যান চলাচল অনেক কমে গেছে।

জয়দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী জানান, অতিবৃষ্টির কারণে চান্দনা-চৌরাস্তা মহাসড়কে পানি জমে গেছে। ওই এলাকায় কোনো রিকশাও চলতে না দেওয়ায় পথচারীদের মহাসড়কের নোংরা পানির মধ্যেই হেঁটে যেতে হচ্ছে।

গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে ট্রাকটি সকাল ৯টার দিকে রেকার নিয়ে সরানো হয়েছে।

তিনি বলেন, অতি বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় পানি জমে যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত করছে। ওই সড়কে প্রায় কোমর সমান পানি জমে যাওয়ায় এবং বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল করতে পারছে না।

গর্তগুলো পাথর-ইটের সুরকি দিয়ে ভরাট করা হচ্ছে, কাজ শেষ হয়ে গেলে দ্রুতই গাড়ি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ