নেপালে বন্যা ও ভূমিধসে ৪৩ জনের মৃত্যু

নেপালে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৪৩ জন নিহত হয়েছেন এছাড়া এতে এখনো নিখোঁজ রয়েছে আরো ২৪ জন।

রোববার দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

দেশটির পুলিশ জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে এই হতাহতের ঘটনা ঘটেছে।

দেশটির পুলিশের একজন মুখপাত্র রমেশ থাপা জানান, নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জন। এছাড়া বন্যা ও ভূমিধসে আরো ২০ জন আহত হয়েছে।

থাপা আরো জানান, গত তিন দিনে বন্যাকবলিত বিভিন্ন অঞ্চল থেকে ১১শ’ লোককে উদ্ধার করা হয়েছে।

খবরে বলা হয়েছে, গত বুধবার রাত থেকে কাঠমান্ডুসহ নেপালের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে সেখানকার স্থানীয় নদীগুলো উপচে পড়ে আশেপাশে এলাকা প্লাবিত হয়ে বিভিন্ন জেলায় বন্যা ও ভূমি ধস দেখা দেয়।

বন্যায় আটকে পরা বাসিন্দাদের পুলিশ উদ্ধার করছে, এমন দৃশ্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর খবরে দেখানো হচ্ছে।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্যা ও ভূমিধস কবলিত এলাকায় ২৭ হাজার নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

দেশটির বন্যা পূর্বাভাস বিভাগ বলছে, বর্ষাকাল শুরু হওয়ায় দেশজুড়ে আগামী দুই থেকে তিনদিন এই ভারী বর্ষণ অব্যাহত থাকবে।

গত বৃহস্পতিবার থেকে নেপালে সমতল, পাহাড়ি অঞ্চল-সহ অন্তত ২৫টি জেলায় ভারী বর্ষণ শুরু হয়েছে। এতে ১০ হাজার ৩৮৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে ১৮৫ জনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরো ১ হাজার ১০৪ জনকে উদ্ধার করেছে পুলিশ।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ