রংপুরেই দাফন করা হবে এরশাদকে: জিএম কাদের

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে রংপুরেই দাফন করা হবে বলে জানিয়েছেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোটভাই জিএম কাদের। এতে এরশাদের স্ত্রী ও পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদের সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে রওশন এরশাদের সম্মতিতে পার্টির সিনিয়র নেতারা চূড়ান্ত এই সিদ্ধান্ত নেন।

জিএম কাদের বলেন, আমরা প্রথম থেকেই চাচ্ছিলাম এরশাদকে রংপুরে সমাহিত করবো। তবে ভাবি (রওশন এরশাদ) বিভিন্ন কারণে চাচ্ছিলেন তাকে ঢাকায় দাফন করতে। তবে রংপুরের মানুষের আবেগ ও ভালোবাসার কারণে সর্বসম্মতভাবে আমরা তাকে এখানেই সমাহিত করার সিদ্ধান্ত নিয়েছি। ভাবিও এতে রাজি হয়েছেন।

জাতীয় পার্টির প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রংপুরের মানুষের ভালোবাসায় শ্রদ্ধা রেখে রংপুরে হুসেইন মুহম্মদ এরশাদকে দাফন করার অনুমতি দিয়েছেন বেগম রওশন এরশাদ। পাশে নিজের জন্য কবরের জায়গা রাখার অনুরোধও করেছেন তিনি।

এর আগে মঙ্গলবার বেলা ২টার দিকে রংপুর কালেক্টরেট মাঠে এরশাদের চতুর্থ ও সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। তবে জানাজা শেষে লাশবাহী গাড়ি মাঠ ছেড়ে যেতে চাইলে নেতাকর্মীরা বাধা দেন। তারা এরশাদকে রংপুরে দাফনের দাবিতে সেখানেই অবস্থান নেন। তবে বাধা ঠেলেই লাশ এরশাদের বাসভবন পল্লী নিবাসে নিয়ে যাওয়া হয়।

জানাজার আগে আজ বেলা ১১টা ৫২ মিনিটে মরদেহ বহনকারী হেলিকপ্টার রংপুর সেনানিবাসে অবতরণ করে। ঢাকা থেকে তার লাশ রংপুরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন...

রংপুরে এরশাদের মরদেহ

 

 

টাইমস/এইচইউ

Share this news on: