মিজান-বাছিরের বিরুদ্ধে মামলা

ঘুষ লেনদেনের অভিযোগে পুলিশের সাময়িক বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুদকের সাময়িক বরখাস্ত পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার ঢাকার এক নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, 'কমিশনেরর সচিব মুহাম্মদ দিলওয়ার বখত আপনাদেরকে ব্রিফ করবেন।'

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে রেহাই পেতে দুদকের পরিচালক এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছেন বলে গত মাসের শুরুতে অভিযোগ করেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজান। এ সংক্রান্ত একটি অডিও প্রকাশ করেন তিনি।

মিজানের সরবরাহ করা অডিও রেকর্ডের সূত্র ধরে বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেয়ার সংবাদ প্রকাশ করে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজ।

ঘুষ কেলেঙ্কারির এই ঘটনা অনুসন্ধান করে দুদক। এই অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলার করার জন্য মঙ্গলবার অনুমোদন দেয় সংস্থাটি।

 

 

টাইমস/এসআই

Share this news on: