রাজশাহীতে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। এ বছর বোর্ডে মোট পাসের হার ৭৬.৩৮ শতাংশ যা গত বছর ছিল ৬৬. ৫১ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭২৯ জন যা গত বছর ছিল ৪ হাজার ১৩৮।

বুধবার দুপুর ১টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রামাণিক ফলাফলের এ তথ্য জানান।

তিনি জানান, এ বছর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৩ হাজার ৫৪১ জন। আর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ৩ হাজার ১৮৮ জন। এছাড়া এ বছর ছাত্রের পাসের হার ৭২.৩২ শতাংশ এবং ছাত্রীর পাসের হার ৮১.২১ শতাংশ।

এবছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৭৫৮টি কলেজ থেকে পরীক্ষার্থী ছিল এক লাখ ৫১ হাজার ১৩৪ জন। এদের মধ্যে পাস করেছে এক লাখ ১৩ হাজার ৫৫০ জন শিক্ষার্থী।

এবার শূন্য পাসের হারের কলেজের সংখ্যা বেড়েছে। সাতটি কলেজ থেকে কেউ পাস করেনি। যা গত বছর ছিল ছয়টি। এছাড়াও বেড়েছে শতভাগ পাসকৃত কলেজের সংখ্যা। এবার ৩৪টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ১৯টি।

এর আগে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সারাদেশে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৪৬ জন। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।

সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার ২৪ জন।

প্রসঙ্গত, ১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ মে। এরপর ১২ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২১ মে শেষ হয়। দেশের দুই হাজার ৫৭৯টি কেন্দ্রে এবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: