নুসরাতেরও ফল বেরিয়েছে

ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল আলিম পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বুধবার। এই মাদ্রাসারই ছাত্রী ছিলেন  নুসরাত জাহান রাফি।

আলিম পরীক্ষার দুটি বিষয়ে অংশ নিয়েছিলেন নুসরাত জাহান। গত ৬ এপ্রিলও ছিল তার পরীক্ষা। ওই দিন পরীক্ষা দিতে গেলে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে ডেকে নিয়ে যাওয়া হয় নুসরাতকে। পরে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

সংকটজনক অবস্থায় ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ১০ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে নুসরাত মারা যান।

ফলাফল বিবরণীতে দেখা যায়, কোরআন মাজিদ, হাদিস ও উসুলে হাদিস পরীক্ষায় নুসরাত জাহান রাফি ‘এ’ গ্রেড পেয়েছেন।

আলিম পরীক্ষা দিচ্ছেন নুসরাতের সহপাঠীরা। আশপাশে সবাই পরীক্ষা দিচ্ছেন, শুধু নুসরাতের আসনটি ফাঁকা 

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. হুসাইন জানান, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে এবার আলিম পরীক্ষায় নুসরাতসহ ১৭৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১৫২ জন পাস করে। নুসরাতসহ ২৭ জন ফেল করে। এ মাদ্রাসায় এবার পাসের হার ৮৬.৮৬ শতাংশ।

হুসাইন আরো জানান, সবগুলো পরীক্ষা দিতে পারলে নুসরাত ভালো ফল করতো। লেখাপড়ার প্রতি মেয়েটার কতটা আগ্রহ থাকলে এমন প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নেয়। দুই বিষয়ে পরীক্ষাও দেয় নুসরাত।

আলিম পরীক্ষার দুটি বিষয়ে অংশ নিয়েছিলেন নুসরাত জাহান। পরীক্ষার উপস্থিতির খাতায় নুসরাতের দুটি স্বাক্ষর আছে, বাকিগুলোতে অনুপস্থিত লেখা

আলিম পরীক্ষার ফল প্রকাশের খবর পাওয়ার পর থেকে কান্না থামছে না নুসরাতের পরিবারের।

নুসরাতের মা শিরিনা আক্তার বলেন, ‘আমার মেয়ে দুনিয়ার পরীক্ষায় পাস করতে না পারলেও আখেরাতের পরীক্ষায় পাস করবে।’

নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, ‘সকাল থেকে নুসরাতের বেশ কয়েকজন সহপাঠী ফোন দিয়ে রেজাল্টের খবর জানায়। ওরা নুসরাতের কথা বলে কান্নায় ভেঙে পড়ে। নুসরাত পরীক্ষা দিতে পারলে সেও ভালো ফলাফল করতো বলে তারা জানায়।’

 

টাইমস/এসআই

Share this news on: