রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজশাহীর পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামে স্ত্রীকে প্রকাশ্যে জবাই করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ওএইচএম ইলিয়াস হোসাইন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আয়নাল হক। তার বাড়ি পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামে। রায় ঘোষণার সময় আয়নাল হক আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে আয়নাল হক তার স্ত্রী সাফিয়া খাতুন বুলবুলিকে বাড়ির সামনে প্রকাশ্যে জবাই করে হত্যা করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

হত্যার ঘটনায় রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় আয়নালের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন বুলবুলির বাবা জয়নাল আলী। মামলায় ২০ জনকে সাক্ষী করা হয়েছিল। আদালত তাদের সবার সাক্ষ্য গ্রহণ করেছেন। এরপর বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হলো।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম জানান, আসামি আয়নাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তাছাড়া ঘটনাটি ঘটেছিল প্রকাশ্যে। সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন। এর ভিত্তিতে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ