বর ও কনেপক্ষের সংঘর্ষে বিয়ে পণ্ড

কিশোরগঞ্জের ভৈরবে বিয়ে বাড়িতে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বরসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে এই ঘটনা ঘটে। এতে ওই বিয়েই ভেঙে যায়।

কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বর নজরুল ইসলাম কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক আলোচনার মাধ্যমে কালিকাপ্রসাদ ইউনিয়নের বাসিন্দা এ মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার দুপুরে বরযাত্রী নিয়ে নজরুল ইসলাম কনের বাড়িতে আসেন।

ভোজপর্ব শেষে বরপক্ষের একজন নজরুল ইসলামকে জানান, ‘তারা আগে যে মেয়েকে দেখে বিয়েতে মত দিয়েছিলেন, আজ কনে হিসেবে অন্য এক মেয়েকে দেখতে পাচ্ছেন।’

এই নিয়ে দু’পক্ষের মধ্যে তর্ক বাঁধে। একপর্যায়ে বর বিয়ে করতে অসম্মতি জানান। এতে পরিস্থিতি আরও খারাপ হয়। এ নিয়ে সংঘর্ষে আহত পাঁচজন বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নেন।

কনের বাবা বলেন, ‘মিথ্যা প্রশ্ন তুলে আমাদের সম্মানহানি করেছে বরপক্ষ। এই জন্যই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।’

বর নজরুল ইসলামের ভাষ্য, বিয়ে নিয়ে প্রতারণার আশ্রয় নেয়ায় তিনি বিয়ে করতে অসম্মতি জানিয়েছিলেন।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ