উপন্যাস চুরির বদলা নিতেই জাপানের স্টুডিওতে আগুন

উপন্যাস চুরির বদলা নিতেই জাপানের স্টুডিওতে আগুন

জাপানের টোকিওর কিয়োটো অ্যানিমেশন (কিয়োঅ্যানি) স্টুডিওতে আগুন লাগিয়ে ৩৩ জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার শিনজি আওবা দাবি করেছেন, তার লেখা উপন্যাস চুরির শাস্তি দিতেই তিনি এই কাজ করেছেন।

পুলিশ জানিয়েছে, শিনজি যে দাবি করেছেন তার কোন সত্যতা পাওয়া যায়নি।

এর আগে ২০১২ সালে একটি দোকানে ডাকাতি করেছিল শিনজি আওবা। পরে জেল থেকে ছাড়া পেয়ে টোকিও শহরতলির সাইতামায় প্রাক্তন বন্দিদের জন্য তৈরি বিশেষ আবাসনে থাকতেন। তিনি মানসিক রোগী এবং তার চিকিৎসাও চলছিল বলে জানান প্রতিবেশিরা।

সরকারি সংবাদ সংস্থার প্রকাশ করা ফুটেজে দেখা গিয়েছে, উপুড় হয়ে শুয়ে শিনজি। পায়ে জুতো নেই। একটা পা পুড়ে গিয়েছে। সেই অবস্থায় তাকে জেরা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছেন, কিয়োটো থেকে শিনজির বাড়ির দূরত্ব প্রায় ৪৮০ কিলোমিটার। ঘটনার দিন সে ট্রেনে করে কিয়োটো এসেছিল। একটি দোকান থেকে ২০ লিটারের দু’টি পেট্রল ক্যান ক্রয় করে স্টুডিও’র কাছের পার্কে একটি বালতিতে পেট্রল ঢালে। তার পর সেটা ট্রলিতে করে নিয়ে স্টুডিওতে ঢুকে পড়ে। কারও বুঝে ওঠার আগেই পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। চিৎকার করতে থাকে, ‘তোমরা মরো।’

পুলিশ আরও জানিয়েছে, আগুন লাগার প্রায় সঙ্গে সঙ্গে দমকল বাহিনী চলে এসেছিল। কিন্তু সিঁড়ি বেয়ে আগুন উপরে উঠতে থাকায় লোকজন ভয়ে উপরের তলায় পালাতে থাকেন। কিন্তু ছাদের দরজা খুলতে না পারায় ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে সিঁড়িতেই মারা যায় অধিকাংশ।

এ ঘটনায় নিহতদের কারও পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।

এর আগে বৃহস্পতিবার সকালে কিওটো অ্যানিমেশন স্টুডিওর তিন তলা ভবনে হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অনন্ত ৩৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: