এক শিশুর পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ৩ যুবক!

দীপংকর পাল নামের এক যুবক স্বপ্না মিত্র নামে সন্তানসম্ভবা এক নারীকে শনিবার হাসপাতালে নিয়ে আসেন। তিনি স্বপ্নার স্বামী পরিচয় দিয়ে তাকে ওই হাসপাতালে ভর্তি করান। তাদের সঙ্গে ছিলেন বয়স্ক এক নারীও। ওই নারীকে স্বপ্নার মা বলে নার্সিংহোমে পরিচয় করিয়ে দেয়া হয়। ভর্তির পর তাকে নার্সিংহোমের একটি কেবিনে রাখা হয়। রোববার সকালে অস্ত্রোপচারে ভূমিষ্ঠ হয় এক শিশু সন্তান।

রোববার বিকেলে হর্ষ ক্ষেত্রী নামের অপর এক যুবক নার্সিংহোমে ওই শিশুসন্তানকে দেখতে গেলে হইচই বেধে যায়। হর্ষ দাবি করেন, স্বপ্না মিত্র তার স্ত্রী। ওই শিশুসন্তানের বাবা তিনি। তাদের বিয়ের কাগজপত্রও দেখান। তখন শিশুসন্তানের পিতৃত্ব নিয়ে গোলযোগ সৃষ্টি হয়। পরে নার্সিংহোম কর্তৃপক্ষ স্থানীয় নেতাজিনগর থানার শরণাপন্ন হয়।

এ ঘটনার রেশ কাটতে না কাটতে সোমবার প্রদীপ রায় নামের আরেক যুবক ওই নার্সিংহোমে গিয়ে দাবি করেন, স্বপ্না তার স্ত্রী। তিনিও তাদের বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র দেখান।

ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ কলকাতার বাঘা যতীন এলাকার গাঙ্গুলি বাগানের একটি নার্সিংহোমে। শিশুটির বাবার পরিচয় নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ বলছে, স্বপ্নাকে জিজ্ঞাসা করে কোনো সদুত্তর পাওয়া যায়নি। স্বপ্না সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ