শ্রীলঙ্কা সফরের দলে শফিউল

প্রস্তুতি ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফরের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে বাংলাদেশ দলের। সফরের মাঝপথেই দলে একজন পেসার অন্তর্ভুক্ত হচ্ছেন।

দলের ১৫তম সদস্য হিসেবে ২৯ বছর বয়সী শফিউল ইসলামকে ডেকেছে বাংলাদেশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, টিম ম্যানেজমেন্ট আরও একজন পেসার চেয়েছে বলে শফিউলকে অন্তর্ভুক্তি করা হয়েছে। ওখানে নাকি অনেক গরম। তাই বিকল্প খেলোয়াড় চেয়েছে টিম ম্যানেজমেন্ট।

শফিউল শ্রীলঙ্কায় শেষ ওয়ানডে খেলেছিলেন ২০১০ সালে। এছাড়া সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালের অক্টোবরে। মাঝে বেশ কবার দলে ডাক পেয়েছেন। তবে ম্যাচ আর খেলা হয়নি। বুধবার কলম্বোয় দলের সঙ্গে যোগ দেবেন শফিউল।

শফিউল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ আসরে ২৭.০৫ গড়ে ১৯ উইকেট নেন। সেরা ছিল ৫/৩২। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫৯ রানে নেন ২ উইকেট।

শুক্রবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২৮ জুলাই এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ১ অগাস্ট।

ওয়ানডের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, ফরহাদ রেজা, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, এনামুল হক ও শফিউল ইসলাম।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ