দেশে ডেঙ্গু-খুন-ধর্ষণ-বন্যা সব মহামারিতে রূপান্তরিত হয়েছে: গণফোরাম

ডেঙ্গু মোকাবিলায় সরকার পুরোপুরি ব্যর্থ উল্লেখ করে গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ বলেছে, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ। এটা গণতান্ত্রিক নয় আমলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভরসা করার সরকার। জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের অবস্থান কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, দুঃশাসনের কারণে মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে।

সোমবার সকালে ডেঙ্গু, খুন-ধর্ষণের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরামের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন আবু সাইয়িদ।

তিনি বলেন, মন্ত্রী ‘সাহেবরা যত কথা বলেন, সেই কথা যদি যোগ করা হয় তাহলে দেখা যাবে এই কথার দ্বারা বাংলাদেশে একটা মশাও থাকার কথা না। কথার তোড়ে, মন্ত্রীদের দাপটে সমস্ত মশার ধ্বংস হওয়ার কথা। কিন্তু একেকজন মন্ত্রী একেকভাবে কথা বলেন।’

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আবু সাইয়িদ বলেন, এই সরকারের নীতি হচ্ছে গরিবের কাছ থেকে টাকা আদায় করে ধনীদের কাছে দেয়া। যার জন্য বাংলাদেশে ধনী-গরিবের পার্থক্য বিরাট।

গণফোরামের এই নেতা আরও বলেন, ডেঙ্গু, খুন, ধর্ষণ, বন্যা সব মহামারিতে রূপান্তরিত হয়েছে। এই মহামারির সরকার জনগণ চায় না। শেয়ারবাজার থেকে টাকা লুট হওয়ার অভিযোগ করে বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন টাকা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। কিন্তু তাতো পারবেন না, অন্তত নামগুলো বের করেন।’

বঙ্গবন্ধুর নাম করে যারা লুটপাট শুরু করেছেন তাদের মুখে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম শোভা পায় না উল্লেখ করে আবু সাইয়িদ বলেন, জনগণ ঐক্যবদ্ধ হলে জোর করে ক্ষমতায় থাকা সরকারকে জনগণ হটিয়ে দেবে।

অবস্থান কর্মসূচিতে আরও অংশ নেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য আমসা আ আমিন, জগলুল হায়দার আফ্রিক, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিমসহ প্রমুখ।

 

টাইমস/এসআই

Share this news on: