চার পর্যবেক্ষক সংস্থাকে আ.লীগের ‘না’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি পর্যবেক্ষক সংস্থাকে দায়িত্ব না দেয়ার দাবি জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বুধবার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে সাক্ষাত করে এই দাবি জানান।

সাক্ষাৎ শেষে এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দেশি ও বিদেশিরা কাজ করেন। দেশীয় যে ১১৮টি পর্যবেক্ষক সংস্থা রয়েছে এদের মধ্যে চারটি সংস্থা একেবারেই দলীয়। এরা হলো- ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, লাইট হাউস ও বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ।

এইচ টি ইমাম বলেন, ডেমোক্রেসি ওয়াচের প্রধান হচ্ছেন বিএনপির নেতা ও সাংবাদিক লেখক শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান। খান ফাউন্ডেশন চালান বিএনপি নেতা ড. মঈন খানের স্ত্রী। লাইট হাউসের পেছনে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন তারেক রহমান। আর বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদের নেপথ্যে এখন রয়েছেন আদিলুর রহমান খান।

তিনি আরও বলেন, এরা যদি নির্বাচন পর্যবেক্ষণে থাকেন, এদের যদি নিয়ন্ত্রণ করা না হয়, তবে বিপর্যয় ঘটতে পারে।

 

টাইমস/এইচইউ

Share this news on: