ইয়েমেনে সেনাবাহিনীর কুচকাওয়াজে হুতিদের হামলা, নিহত ৩২

ইয়েমেনের বন্দর নগরী এডেনে সেনাবাহিনীর কুচকাওয়াজে এক হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে নিরাপত্তা ও চিকিৎসা সূত্র জানিয়েছে। খবর রয়টার্স।

ওই কুচকাওয়াজে হামলার দায় স্বীকার করেছে দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা।

দেশটির আন্তর্জাতিক সমর্থিত সরকারের পক্ষে ২০১৫ সাল থেকে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। বছর চারেক আগে রাজধানী সানা থেকে বিতাড়িত হওয়ার পর এই নগরীতে সরকারি প্রধান কার্যালয়গুলো স্থাপন করা হয়েছে।

হুতি বিদ্রোহীদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, তারা সামরিক কুচকাওয়াজে মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সশস্ত্র ড্রোন হামলা চালিয়েছে।

হুতি বিদ্রোহীরা জানায়, তাদের নিয়ন্ত্রিত প্রদেশে হামলা চালাতে সরকারি বাহিনী প্রস্তুতি নিচ্ছিল। তাইজ ও ডালেয়ার দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছিল ওই কুচকাওয়াজ থেকে।

ইয়েমেনের সামরিক সূত্র জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে সরকারি বাহিনীর একজন কমান্ডারও রয়েছেন।

 


টাইমস/এইচইউ

Share this news on: