গাজীপুর-৫ আসনে বিএনপি প্রার্থী মিলন গ্রেফতার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী ফজলুল হক মিলনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। তিনি গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তার গ্রামের বাড়ি কালীগঞ্জের বর্তুল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার(এসপি) শামসুন্নাহার।

মিলনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানার সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানান পুলিশ সুপার শামসুন্নাহার।

মিলনের স্ত্রী শম্পা হক জানান, দুপুরের খাবার খেয়ে তিনি মতবিনিময় সভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় গোয়েন্দা পুলিশ মিলনকে আটক করে নিয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার ভোরে গাজীপুর-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকীর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক নেতা আব্দুল মোতালেবকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ