ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি বেশি, গতি কম

ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় ও যানবাহনের চাপ বেড়ে গেছে। এই সড়কের করটিয়া হাট বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে বলে জানা গেছে।

আবার কোথাও কোথাও থেমে সৃষ্টি হচ্ছে যানজট। শুক্রবার সকালে মহাসড়কের বিভিন্ন এলাকায় এমন চিত্রের খবর পাওয়া গেছে।

জানা যায়, মহাসড়কের ধারণক্ষমতার চেয়ে যাত্রীবাহী বাস ও কোরবানির পশুবাহী ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়ায় যান চলাচল ধীরগতি হয়ে পড়ে।

এছাড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ছোটবড় অনেকগুলো গর্তের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে টানা বৃষ্টির কারণে গর্তগুলো পানিতে ভরে গেছে।

এ কারণে গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এদিকে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেন থাকার কারণে অনেক সময় যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে উত্তরের পথে গাড়ির চাপ বাড়ছে। তবে কোথাও গাড়ি আটকে নেই। যানজট নিরসনে সড়কে সাত শতাধিক পুলিশ সদস্য কাজ করছে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ