ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মাওয়া সড়ক যানজট মুক্ত

ঈদ আসলেই মহাসড়কগুলোতে ব্যাপক যানজট হবে- এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই সাধারণ চিত্র। তবে এবার ঘরমুখো মানুষরা ভিন্ন চিত্রই দেখছেন অন্তত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে। এই দুইটি মহাসড়কে যানজট একেবারে নেই বললেই চলে।

শুক্রবার মুন্সীগঞ্জের পূর্ব ও পশ্চিম অংশের মহাসড়কে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে অনেক যানবাহন পার হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু মহাসড়কে কোথাও যানজট নেই। বলা যায় মহাসড়ক একদম ফাঁকা- বলছিলেন মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহনের চাপ আছে। তবে কোনো যানজট নেই। বরং মহাসড়ক কোথাও কোথাও ফাঁকা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল এখন অনেকটাই স্বাভাবিক। তবে নদীতে স্রোত ও ওয়ানওয়ে চ্যানেলের কারণে ফেরি পারাপারের সময় লাগছে এবং প্রত্যেক ফেরিকে চ্যানেলের মুখে ১০ মিনিটের মতো অপেক্ষায় থাকতে হচ্ছে। এই রুটে এখন চারটি রো রো ফেরিসহ ১৭টি ফেরি চলছে।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ