ইতিহাস গড়েছেন উইয়ান মুল্ডার। অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। সঙ্গে তৃতীয় অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তার ক্যারিয়ারেরও প্রথম।
চোটের কারণে ভারপ্রাপ্ত অধিনায়ক কেশব মহারাজ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে না থাকায় নেতৃত্বের ভার পান মুল্ডার। আর্মব্যান্ড পেয়েই যেন জ্বলে উঠলেন এই অলরাউন্ডার। তিনে নেমে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন।
প্রথম দিন শেষে ২৬৪ রানে অপরাজিত আছেন তিনি।
আগামীকাল বুলাওয়ে টেস্টে আরো বড় কীর্তি গড়ার সুযোগ পাচ্ছেন মুল্ডার। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর। ৩৪ চার ও ৩ ছক্কার ইনিংসে ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন তিনি। এত দিন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার গ্রাহাম ডাউলিং ২৩৯ রান করে শীর্ষে ছিলেন। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে অধিনায়কের অভিষেক ইনিংসে এই রেকর্ড গড়েন তিনি।
ডাউলিংয়ের পর দ্বিতীয় ব্যাটার অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসে দ্বি শতক হাঁকান শিবনারায়ণ চন্দরপল। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক বাঁহাতি ব্যাটার।
অন্যদিকে প্রোটিয়াদের তৃতীয় চতুর্থ ব্যাটার হিসেবে টেস্টের প্রথম দিনে দ্বি শতক হাঁকিয়েছেন মুল্ডার। তার আগে এই কীর্তি গড়েছেন গ্যারি কার্স্টেন (২০২), গ্রায়েম স্মিথ (২০০ ও ২২৩) ও হার্শেল গিবস (২২৮)। মুল্ডারের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে প্রথম দিন রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা। দিন শেষে ৪ উইকেটে ৪৬৫ রান করেছে। আগামীকাল তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন ১৫ রানে অপরাজিত থাকা দেওয়াল্ড ব্রেভিস।
ইউটি/এসএন