ডেঙ্গুতে চিকিৎসকের সন্তান ও স্বাস্থ্য সহকারীর মৃত্যু

ঢাকা শিশু হাসপাতালে এক চিকিৎসকের শিশুপুত্র এবং বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে এক স্বাস্থ্য সহকারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরে  ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চিকিৎসকপুত্র রাজ চৌধুরী। ২ বছর ১০ মাস বয়সী রাজ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. নির্মল কান্তি চৌধুরীর ছেলে।

একই দিন সকালে মাদারীপুরের স্বাস্থ্য সহকারী তপন কুমার মণ্ডলের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অংশ নিচ্ছিলেন।

তপন মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ী গ্রামের জদুনাথ মণ্ডলের ছেলে।

ডেঙ্গু জ্বরে চলতি বছর এ পর্যন্ত ৪০ জনের মৃত্যুর তথ্য সরকারিভাবে দেয়া হলেও বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১২৮ জনের তথ্য পাওয়া গেছে।

 

টাইমস/এসআই

Share this news on: