শুধু ঘুমিয়েই লাখ লাখ টাকা আয়! অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি এমনই ব্যতিক্রমী এক ঘটনায় নেট দুনিয়ায় হৈচৈ ফেলে দিয়েছেন ভারতের পুনে শহরের তরুণী পূজা মাধবওবহাল। ‘স্লিপ ইন্টার্নশিপ’ নামের এক ব্যতিক্রমী প্রতিযোগিতায় অংশ নিয়ে টানা দুই মাস প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমিয়ে তিনি জিতেছেন ৯ লাখ ১০ হাজার টাকা।
প্রতিযোগিতায় পূজার সঙ্গে আরও ১৪ জন প্রতিযোগী ছিলেন। তাদের প্রত্যেকেই পেয়েছেন ১ লাখ টাকা করে সম্মাননা।
এটি এক ধরনের ঘুমভিত্তিক গবেষণামূলক প্রতিযোগিতা। নির্বাচিত ১৫ জন প্রতিযোগীকে দুই মাস ধরে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ৯ ঘণ্টা ঘুমানোর চ্যালেঞ্জ নিতে হয়।
প্রতিযোগীদের একটি মনিটরড ঘরে রাখা হয়। যেখানে ঘুমের মান পর্যবেক্ষণ করেন বিশেষজ্ঞ টিম ও অত্যাধুনিক প্রযুক্তি। পূজা এই পরীক্ষায় সর্বোচ্চ মানের ঘুম নিশ্চিত করে মূল পুরস্কার জিতে নেন।
ঘটনার খবর প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। আর এর পর থেকেই বিষয়টি ঘিরে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এফপি/ টিএ