গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

স্বামীর দেয়া আগুনে দগ্ধ নরসিংদীর শিবপুর উপজেলায় জাকিয়া সুলতানা (৩৫) ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবার অভিযোগের ভিত্তিতে জাকিয়ার স্বামী আলমগীরকে (৪০) আটক করেছে পুলিশ।

শিবপুর মডেল থানা-পুলিশ রোববার সকালে অভিযুক্তকে আটক করে। আলমগীর শিবপুরের কুমরাদী গ্রামের করিম মিয়ার ছেলে।

জাকিয়ার বাবা সানোয়ার মিয়া জানায়, মঙ্গলবার রাতে জাকিয়া নিজ ঘরে অগ্নিদগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় সে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।

আলমগীরই হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার মেয়ের গায়ে আগুন ধরিয়ে দেন। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী চক্র চেষ্টা চালাচ্ছে বলে সানোয়ার মিয়া অভিযোগ করেন।

নিহত গৃহবধূর স্বজনদের অভিযোগের ভিত্তিতে স্বামী আলমগীরকে আটক করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ