পরিত্যক্ত টায়ারে এডিস মশার বাসা, ৫ লাখ টাকা জরিমানা

ঢাকার মহাখালী বাস টার্মিনালের পেছনে পরিত্যক্ত টায়ারে এডিস মশার লার্ভা পাওয়ায় পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

তবে সেখানে কে টায়ার রেখেছে তার হদিস পায়নি সিটি করপোরেশন। তবে জমির মালিককে শনাক্ত করা গেছে।

সোমবার দুপুরে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে এডিস মশা নিধনে মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়।

টার্মিনাল এলাকায় এডিস মশার সম্ভাব্য আবাসস্থল খুঁজে বের করা হয়। পরে সেখানে থাকা পরিত্যক্ত একটি টায়ারে মশার ওষুধ স্প্রে করা হয়। তখন টায়ার থেকে প্রচুর মশা বেরিয়ে আসে। এই কারণে ডিএনসিসি অজ্ঞাত টায়ারের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদানের নির্দেশ দেয়।

এসব পরিত্যক্ত টায়ার থেকে এডিস মশা জন্ম নেয় উল্লেখ করে মেয়র আতিকুল বলেন, আমি ১৫ দিন আগে এসব টায়ার সরাতে বললেও কেউ তা করেনি। এই কারণে টায়ারের মালিককে জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে শাস্তি ভোগ করতে হবে। জায়গাটি ওয়াসার বলে জানতে পেরেছি।

মঙ্গলবার থেকে এডিস মশা নিধনে ‘চিরুনি অভিযান’ শুরু করতে যাচ্ছে ডিএনসিসি। মঙ্গলবার ১৯ নম্বর ওয়ার্ড থেকে এই কার্যক্রমের সূচনা করা হবে।

 

 

টাইমস/এসআই

Share this news on: