চট্টগ্রামে ৫ হাজার লিটার চোলাই মদসহ পাঁচজন গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা খালে অভিযান চালিয়ে ৫ হাজার লিটার চোলাই মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে শিকলবাহা সোনামিয়া হাজীর ডকের উত্তর পাশে শিকলবাহা খালের মুখ থেকে এসব চোলাই মদ আটক করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) মো. আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রায়খালী এলাকার মো. ইদ্রিসের ছেলে মোহাম্মদ আলী (২৫), বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকার আনসারুল হকের ছেলে মো. ইমরান (৪৫), পটিয়া উপজেলার কোলাগাঁও বাবুল মিয়ার ছেলে নাছির আহমদ (৩৩), রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা এলাকার আবু তাহেরের ছেলে ইউনুস প্রকাশ আনিছ (২৫) ও কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার আব্দুস সবুরের ছেলে মোহাম্মদ হোসেন (২০)।

আরেফিন জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা সোনামিয়া হাজীর ডকের উত্তর পাশে শিকলবাহা খালের মুখে অভিযান চালিয়ে ৫ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। চোলাই মদ পরিবহনে ব্যবহৃত দুইটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: