সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষক আহত

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম-হাটহাজারি সড়কের বড়দিঘির পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম।

আহতরা হলেন- বাংলা বিভাগের সভাপতি মহিবুল আজিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক হারুনুর রশীদ, মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ শওকতুল মেহের, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মৌরী ঢালী ও পরিসংখ্যান বিভাগের চন্দন কুমার পোদ্দার।

সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, শিক্ষকদের বহনকারী বাসটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে। এ সময় পাঁচ শিক্ষক আহত হন। শিক্ষকেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বলে জানান সহকারী প্রক্টর রেজাউল করিম।

তিনি আরও জানান, আহত শিক্ষকদের মধ্যে হারুনুর রশিদকে প্রাথমিক চিকিৎসার পর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ