এরশাদের আসনে প্রার্থী বাছাইয়ে জাপার পার্লামেন্টারি বোর্ড

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে নির্বাচনী আসন রংপুর-৩ শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওই আসনে প্রার্থী মনোনয়নের জন্য আট সদস্যবিশিষ্ট একটি পার্লামেন্টারি বোর্ড গঠন করেছে জাপা।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়।

পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে আহ্বায়ক ও পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করে এ পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া পার্লামেন্টারি বোর্ডের অপর সদস্যরা হলেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ার ও লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

আগামীকাল জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে রংপুর-৩ শূন্য আসনের ফরম বিতরণ করা হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: