“ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আশা করার চেয়ে দারুণ কিছু আর নেই।”

ফরাসি কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী ভিক্টর মারি হুগো ২৬ ফেব্রুয়ারি ১৮০২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ফ্রান্সে সাম্রাজ্য আইন থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তিত হওয়া এবং সেই প্রক্রিয়ার নানান উত্থান-পতনে সরাসরি অংশগ্রহণ করেছিলেন।

ভিক্টর হুগো তরুণ বয়সেই তার কবিতা, কল্পকাহিনী এবং নাটকের জন্য বিখ্যাত এবং কখনো কুখ্যাতও হয়েছিলেন।

১৮৪৫ সালে, তার বিখ্যাত গ্রন্থ ‘লা মিজারেবল’ লেখার সময়, রাজা তাকে ফ্রান্সের উচ্চকক্ষের সদস্য হিসেবে গ্রহণ করেন।

১৮৮৫ সালের ২২ মে ভিক্টর হুগো মারা যান। তার মৃত্যুর পরে ফ্রান্সের রাস্তায় তার কফিন বয়ে নেবার সময়ে লাখ মানুষের ঢল নামে।

তার একটি উক্তি হলো-

“ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আশা করার

চেয়ে দারুণ কিছু আর নেই।”

Share this news on:

সর্বশেষ