বিএনপি ইজ ডেমোক্রেসি, বিএনপি ইজ ফ্রিডম, বিএনপি ইজ ডেভেলপমেন্ট : মির্জা ফখরুল

'বিএনপি ইজ ডেমোক্রেসি, বিএনপি ইজ ফ্রিডম, বিএনপি ইজ ডেভেলপমেন্ট' বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জুলাই আন্দোলনের শহীদ ছাত্রদের স্মরণে ছাত্রদলের আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, কেবল একটা কথা বলি- আমরা তাদের অবদান যেন স্মরণে রাখি। আমার খুব দুঃখ হয় যখন দেখি আমাদের আহতরা বলে ‘আমরা সাহায্য-সহায়তা পাইনি।’ এই সরকার কেন পারল না এখনো সহায়তা দিতে? ছাত্রদলের ১৪২ জন শহীদের কেউ গেজেটেড হয়নি। তাহলে কার নাম গেজেটেড হচ্ছে?

তিনি বলেন, বিএনপি ইজ ডেমোক্রেসি, বিএনপি ইজ ফ্রিডম, বিএনপি ইজ ডেভেলপমেন্ট-এটা মনে রাখবেন। আমরাই করেছি, আমরাই করব। তাই আমরা কারও পাতা ফাঁদে পা দেব না। উত্তেজিত হবো না, প্ররোচিত হবো না। তারা চায় গণতন্ত্রের উত্তরণ ব্যাহত হোক। নির্বাচন নিশ্চয়ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আপনারা ধৈর্য হারাবেন না, উত্তেজিত হবেন না, প্ররোচিত হবেন না।

বিএনপি মহাসচিব বলেন, ২০ হাজার নেতাকর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং ও বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। প্রায় ৬০ লাখ মামলা দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা মিথ্যা মামলায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে রাখা হয়েছে। মিথ্যা অভিযোগ দিয়ে শারীরিক নির্যাতন করে আমাদের দেশনেতা তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করা হয়েছে। এসবের মধ্যেও বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। আজকে ছাত্রদলের যারা বসে আছেন, সকলের সঙ্গে আমরা কারাগারে ছিলাম। অনেক ছাত্রদল নেতাকর্মী এলাকায়, গ্রামে থাকতে না পেরে শহরে এসে নৈশপ্রহরীর কাজ করেছে, গাড়ি চালক হয়েছে, রিকশা চালিয়েছে, অটো চালিয়েছে। আমার এত বয়সে আমি এতটুকু হতাশ নই। বাংলাদেশের মানুষের এটাই ইতিহাস-লড়াই করে করেই বাংলাদেশের মানুষ বেঁচে থাকে।

স্মরণসভায় এর আগে আরও বক্তব্য রাখেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

আজিজুল বারী হেলাল বলেন, ১৭ বছর যে আন্দোলন হয়েছে তাতে এককভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৭৬ জন শহীদ রয়েছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ১৪২ জন আছেন। গতকাল গোপালগঞ্জে যে আঘাত হয়েছে তা গণঅভ্যুত্থানের ওপর আঘাত।

ছাত্রদল সভাপতি রাকিব বলেন, ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত গায়েবানা জানাজায় পুলিশ ও ছাত্রলীগের বাধা উপেক্ষা করে শতাধিক নেতাকর্মী অংশ নেন। পুলিশের বাধা, ছাত্রলীগের হামলা-সব উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকশীবাজার ও টিএসসিতে গায়েবানা জানাজায় অংশ নেয় ছাত্রদল। ওইদিন নিহত হন আবু সাঈদ (রংপুর) ও ওয়াসিম আকরাম (চট্টগ্রাম)। এরপর ঢাকার বিভিন্ন হাসপাতালে ছাত্রদলের নেতাকর্মীরা রাতভর আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দেন।

তিনি আরও বলেন, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ ও শহীদ আকরামের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভায় ছাত্রদল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমি নিজে রংপুরে শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করেছি, দোয়া মাহফিলে অংশ নিয়েছি। রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতে গিয়ে জানতে পারি, নির্দলীয় সরকারের চার উপদেষ্টা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের কথা থাকলেও তারা সময় পাননি। এলাকাবাসী ও স্বজনেরা আমাদের জানিয়েছেন-এই শহীদদের প্রতি বিরোধী ব্যানারের নেতাদেরও কোনো শ্রদ্ধা ছিল না। তারা কেউ কবর জিয়ারতে যাননি। এক বছরের মাথায় এমন দৃশ্য অত্যন্ত লজ্জাজনক। ছাত্রদল সবসময় শহীদদের আত্মত্যাগ স্মরণে রাখবে এবং রক্তঋণ শোধের সংগ্রামে সামনের কাতারে থাকবে।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
গতানুগতিক ধারার ভোটে ফের ফ্যাসিস্ট তৈরি হবে, টাকা পাচার হবে : রেজাউল করীম Sep 13, 2025
img
জামায়াত আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না: মাসুদ সাঈদী Sep 13, 2025
img
অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ : ডিএমপি কমিশনার Sep 13, 2025
img
রাশমিকাকে জাতীয় ক্রাশ বলা প্রচারের একটি কৌশল : মনোজ বাজপেয়ী Sep 13, 2025
img
পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থানকে অন্তর্ভুক্ত করতে হবে, মন্তব্যে শিক্ষা সচিব কবিরুল ইসলাম Sep 13, 2025
img
সংবিধান পরিবর্তন করে দিবেন, এটা সম্ভব নয়: সুব্রত চৌধুরী Sep 13, 2025
img
৪ অক্টোবর বিসিবি নির্বাচন Sep 13, 2025
জাতীয় দলে ফেরার আগে নেইমারকে যা করতে হবে স্পষ্ট করলেন কোচ Sep 13, 2025
ইতিহাস গড়ল ছাত্রশিবির: শিক্ষার্থীদের মুখে উচ্ছ্বাস Sep 13, 2025
img
নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিলেন নিউইয়র্কের মেয়রপ্রার্থী Sep 13, 2025
img
৩৩ বছরের চাওয়া পূর্ণতা পেয়েছে : জাকসুর নতুন ভিপি Sep 13, 2025
‘সঠিক নেতৃত্ব পেলে ৫ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’ Sep 13, 2025
ভিপি পদে নির্বাচিত হয়ে যা বললেন জিতু Sep 13, 2025
img
ইসাককে নিয়ে স্লটের দাবি মানতে নারাজ পেপ গার্দিওলা Sep 13, 2025
img
নির্বাচনের ডেডলাইনে আপত্তি নেই, প্রয়োজনে কাল নির্বাচন দিন : হাসনাত আবদুল্লাহ Sep 13, 2025
img

রাকসু নির্বাচন ২০২৫

মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন ১৪ পদপ্রার্থী Sep 13, 2025
img
টানা ১২ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান Sep 13, 2025
img
যারা নির্বাচিত হননি তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : জাকসু জিএস মাজহারুল Sep 13, 2025
img
ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে জিএম কাদেরের মন্তব্য Sep 13, 2025
সাফল্যের পেছনে দৌড় নয়, এবার শান্তির খোঁজে সামান্থা! Sep 13, 2025