ভারতের জন্য বন্ধ হচ্ছে পাকিস্তানের আকাশপথ

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে ভারত-পাকিস্তানের সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। ইতোমধ্যে ভারতের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান। এখন ভারতের জন্য আকাশসীমা পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান। তাছাড়া পাকিস্তানের ভূখণ্ড হয়ে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যপথও বন্ধ করে দেয়ার বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে।

মঙ্গলবার টুইটারে দেয়া পোস্টে পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, ভারতের জন্য আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়ার চিন্তা-ভাবনা করছেন প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যের জন্য ব্যবহৃত পাকিস্তানি স্থলপথ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও পরামর্শ দেয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আইনি দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে।

ভারতের কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিষয়টি উল্লেখ করে তিনি এই টুইট বার্তায় লেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু করেছেন আমরা শেষ করব।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়। এর জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ঢুকে ভারত বিমান হামলা চালায়। এ ঘটনার পর ভারতের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছিল ইসলামাবাদ। তখন প্রায় চার মাস পাকিস্তানের আকাশসীমা হয়ে ভারতের বিমান চলাচল বন্ধ থাকে। ২৬ ফেব্রুয়ারি বন্ধ করে দেয়ার পর গত ১৬ জুলাই ফের আকাশপথ খুলে দেয় পাকিস্তান। এখন কাশ্মির ইস্যুতে ফের একই পথে হাঁটতে যাচ্ছে ইসলামাবাদ।

এয়ার ইন্ডিয়ার কমবেশি ৫০টি বিমান বিভিন্ন রুটে প্রতিদিন পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে। এই বিমানগুলো মূলত যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করে।

 

টাইমস/এসআই

 

 

 

Share this news on: