ব্যবসার সাফল্য নির্ভর করে ব্যবসায়ীর মনোভাবের উপর

স্কটল্যান্ডের বিখ্যাত উপন্যাস রচয়িতা ও কবি ওয়াল্টার স্কট। তিনি ১৭৭১ সালের ১৫ আগস্ট স্কটল্যান্ডের এডিনবরায় জন্মগ্রহণ করেন।

ওয়াল্টার স্কট পুরো ইউরোপ জুড়ে তার সময়ে সবচেয়ে বেশী জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এক অর্থে বলতে গেলে স্কট প্রথম লেখক, যিনি নিজের জীবদ্দশাতেই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করতে সমর্থ হয়েছেন।

তার সময়ে তার বইগুলো অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে জনপ্রিয়তা অর্জন করেছিল। এখনও তার বই ব্যাপক হারে পঠিত হয়।

তার বিখ্যাত সাহিত্যকর্মগুলোর মধ্যে রয়েছে আইভানহো, রব রয়, দ্য লেডি অফ দ্য লেক, ওয়েভারলি এবং দ্য হার্ট অফ মিডলোথিয়ান।
১৮৩২ সালের ২১ সেপ্টেম্বর ৬১ বছর বয়সে ওয়াল্টার স্কট মারা যান।

তার একটি উক্তি হলো-

“ব্যবসার সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে

ব্যবসায়ীর মনোভাবের উপর।”

Share this news on:

সর্বশেষ