অর্থ ছাড়া ভালোবাসা দুর্লভ

বহুমুখী ও বিবিধ রচনার লেখক স্যার টমাস ব্রাউন। ১৬০৫ সালের ১৯ অক্টোবর লন্ডনের সাইকাইডাইডে তিনি জন্মগ্রহণ করেন।

ব্যক্তিগতভাবে মেডিকেল শাস্ত্রে অধ্যয়ন করেন স্যার টমাস ব্রাউন, পড়ে লেখালেখি শুরু করেন। স্যার টমাস ব্রাউন বিজ্ঞান ও চিকিৎসা, ধর্ম ও রহস্যসহ বিভিন্ন বিষয়ে লিখে তার সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

১৬৩৫ সালে ব্রাউনের ‍“Religio medici” নামে গ্রন্থ রচনা করে প্রথম পাঠকদের নজরে আসেন। এটি তাঁর সম্মতি ব্যতীত ১৬৪২ সালে ছাপা হয়েছিল। পরের বছর তিনি বইটি নতুনভাবে মুদ্রণে অনুমোদন দেন। বইটি ওই সময়ে সবচেয়ে বেশি বিক্রয় হয়। পরে ইউরোপীয়সহ বিভিন্ন ভাষায় বইটি অনুবাদ করা হয়।।

তাঁর লেখাগুলি বুদ্ধি এবং সূক্ষ্ম কৌতুক দ্বারাও চিহ্নিত করা হয়, যদিও তাঁর সাহিত্যের রীতিটি বৈচিত্র্যময়।

ইংল্যান্ডের নরফোকের নরউইচে ১৬৮২ সালের ১৯ অক্টোবর স্যার টমাস ব্রাউন মারা যান।

তাঁর একটি উক্তি হলো-

“অর্থ যেখানে নাই, ভালোবাসা 

সেখানে দুর্লভ।”

Share this news on:

সর্বশেষ