বিশিষ্ট নাট্যকার ও কবি মোহিত চট্টোপাধ্যায়। তিনি ১৯৩৪ সালের ১ জুন বরিশালে জন্মগ্রহণ করেন।
কবিতা দিয়ে লেখালেখি শুরু করলেও পরে নাটক লেখায় নিমগ্ন হয়ে পড়েন। নাটক ছাড়াও বহু জনপ্রিয় সিরিয়াল ও সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়।
তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ক্যাপ্টেন হুরা, মৃচ্ছকটিক, মহাকালীর বাচ্চা, গ্যালিলিওর জীবন, অক্টোপাশ লিমিটেড, জোছনাকুমারি, মুষ্টিযোগ, হারুন উল রশিদ।
এই নাট্যকার ২০১২ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন।
রাজনীতি নিয়ে তার একটি উক্তি হলো
“বুদ্ধি থাকলে হালে রাজনীতি ব্যবসার চেয়ে কম দেয় না।”